ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি কার্যালয় তালাবদ্ধ, আশপাশে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
বিএনপি কার্যালয় তালাবদ্ধ, আশপাশে পুলিশ

ঢাকা: পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনেও বন্ধ আছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের পদচারণা দেখা গেছে।

সেই সঙ্গে চলছে পুলিশের পাহারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়ে আছে পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এছাড়া কাকরাইল থেকে বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে।

বিএনপি অফিস তালাবদ্ধের বিষয়ে বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপি নিজেরা তাদের কার্যালয়ে তালা দিয়ে রেখেছেন। তারা চাইলে কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।

তার এই বক্তব্যের পর ওইদিন বিএনপির কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জনতা পার্টি নামে একটি সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন ও অবস্থান নেন। কিন্তু তাদের অবস্থান নেওয়ার পাঁচ মিনিটে মধ্যে পুলিশ সেখান থেকে পাঁচজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এইচএমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।