ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপির মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ফেনীতে বিএনপির মশাল মিছিল

ফেনী: চতুর্থ দফার অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ এলকায় মিছিলটি করে তারা।

এ সময় শহরে আতঙ্ক তৈরি হয়। অবরোধের সমর্থনে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপি সদস্য কামরুল হাসান মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইমুউল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান বাবলু, দাঁগনভুঁইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন ডিপলু, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩ 
এসইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।