ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একাত্তরের পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে চায়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
একাত্তরের পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে চায়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মাগুরা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে নৌকাকে আবারও বিপুল ভোটে জয়ী করুন। মনে রাখবেন ৭১ -এর পরাজিত শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়।

তারা বাংলাদেশের উন্নয়ন ও দেশের মানুষকে ভালোবাসে না।  ফলে তারা দেশের উন্নয়ন চায় না।  

শুক্রবার (১০ নভেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উন্নয়ন জনসভায় এসব কথা বলেন তিনি।  

ফরহাদ হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উচ্চ মর্যাদাশীল দেশ। বাংলাদেশের গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে। আমরা এখন প্রত্যেক সূচকে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।  

পর পর তিন মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে সকাল সকাল ভোট দিয়ে নৌকাকে আবারও বিজয়ী করে সরকার গঠন করতে সহযোগিতা অব্যাহত রাখুন। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নৌকাকে ভোট দিতে হবে।

মাগুরার দুটি আসন আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, মাগুরার সেই উপনির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। আওয়ামী লীগ এরপর এককভাবে এ আসনে বিজয়ী হয়ে আসছে। এবারও আমরা বিপুল ভোটে জয়ী হব।

উন্নয়ন জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট.সাইফুজ্জামান শিখর।  

আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম ও সৈয়দ শরিফুল ইসলাম।

উন্নয়ন জনসভায় শ্রীপুর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।