ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হলেও আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয় দুপুর ২টা থেকে।

এদিকে সকাল থেকেই সমাবেশ স্থলে দলে-দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এদিকে ইসলামী আন্দোলনের সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠেছে। এ সময় নেতাকর্মীদের উদ্যানের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করতে এবং সেলফি তুলতে দেখা যায়। আবার সমাবেশের মঞ্চের আশপাশে বসে নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে দেখা যায়।

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ সমাবেশ করছে দলটি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)  সভাপতিত্ব করবেন।

এছাড়া দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতারা এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
এমকে/ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।