ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

সংঘর্ষের জেরে বিএনপির সমাবেশ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
সংঘর্ষের জেরে বিএনপির সমাবেশ বন্ধ ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিজয়নগর-কাকরাইল-রমনা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের জেরে দলটির মহাসমাবেশ আপাতত বন্ধ হয়ে গেছে। ওই এলাকার পরিস্থিতি এখন থমথমে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায় পুলিশকে। তখন বিজয়নগর থেকে কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। এসময় বিএনপির সমাবেশস্থলের মাইকের সাউন্ডও বন্ধ হয়ে যায়। তবে অনেক নেতা-কর্মীকেই মঞ্চে থাকতে দেখা যায়। তাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

অন্যদিকে, সংঘর্ষের কিছু সময় পর কাকরাইল মসজিদ ও রমনার হেয়ার রোড এলাকায় স্বল্প পরিসরে যানবাহন চলাচল শুরু হয়। একইসঙ্গে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সমাবেশস্থলে থেকে ফিরতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
টিআর/এইচএমএস/টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।