ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

রাণীনগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
রাণীনগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম আবু রায়হান

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হানকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে বড়গাছা-মালশন সড়কে এ ঘটনা ঘটে।

আবু রায়হান বড়গাছা গ্রামের খাইরুল ইসলাম মন্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে নিজ গ্রাম বড়গাছা থেকে মোটরসাইকেলে করে মালশন যাচ্ছিলেন রায়হান। পথে রাত ৯টার দিকে মুনছুরের পুকুরের কাছে পৌঁছালে পেছন দিক থেকে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এসময় তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর তার বাম হাতের কব্জির ওপরে রামদা দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় আবু রায়হান চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল উদ্ধার করে।

বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, আবু রায়হানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর। বাম হাতের কব্জির ওপরে বেশ কয়েক জায়গায় কোপানো হয়েছে।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।