ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

২০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে দিপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
২০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে দিপু

নারায়ণগঞ্জ: ঢাকায় বিএনপির সমাবেশে প্রায় ২০ হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বুধবার (১৮ অক্টোবর) ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির এ সমাবেশ হয়।

এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো হয়। পরে সেখান থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন দিপু।

ঢাকায় বিএনপির সমাবেশে সবসময় নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বড় মিছিল নিয়ে চমক দেওয়া এ নেতা এবারও সে ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের সুনজরে আসেন।

দিপু বলেন, আমাদের নেতাকর্মীরা যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে প্রস্তুত। আমরা দলের যেকোনো নির্দেশ ও কর্মসূচি পালনে বদ্ধ পরিকর। আগামীতে যে কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করবেন তা আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে পালনে মাঠে থাকব।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।