ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার কিছু হলে ফল ভোগ করতে হবে: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
খালেদা জিয়ার কিছু হলে ফল ভোগ করতে হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ: জেলা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সারা দেশের মানুষ আজ উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন।

তার সুচিকিৎসার ব্যবস্থা যদি সরকার না করে তাহলে তার ফলাফল চিরজীবন আওয়ামী লীগকে ভোগ করতে হবে।

বুধবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নারায়ণগঞ্জ বার ইউনিটের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

সাখাওয়াত বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় জোরে খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে রেখেছেন। শেখ হাসিনা এ প্রশাসন বিচার বিভাগ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে পুতুলে পরিণত করেছেন।  

তিনি বলেন, দেশের মানুষ যখন যা চেয়েছে তা বাস্তবায়ন করে ছেড়েছে। এই এক দফার দাবিও জনগণ আদায় করে ছাড়বে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমআরপি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।