ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে পরিণতি হবে ভয়াবহ: মির্জা আব্বাস 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে পরিণতি হবে ভয়াবহ: মির্জা আব্বাস  মির্জা আব্বাস (ফাইল ছবি)

তানভীর আহমেদ ও মাহবুবুর রহমান মুন্না, খুলনা থেকে: সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সব বিষয়ে ছাড় দেওয়া হবে। তাই দ্রুত পদত্যাগ করেন।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে খুলনার শিববাড়ী মোড়ে সরকারের পদত্যাগ দাবিতে ঝিনাইদহ থেকে ১৫০ কিলোমিটারের বেশি পথ রোডমার্চ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।  

আরও পড়ুন> ‘সরকারকে পদত্যাগে বাধ্য করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাব’

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে যদি আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি না দেন, পরিণতি কি হবে আপনারা (সরকার) দেখবেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্ব চন্দ্র রায়।  এছাড়া বিএনপি কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
টিএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।