ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর যুবদলের দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
না.গঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর যুবদলের দোয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের উপস্থিতিতে এ দোয়া ও মিলাদ হয়।

এ সময় অসুস্থ ও হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।  

অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায়ও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, সাবেক সহ- সম্পাদক মো. ফয়সাল, যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, আশিকুর রহমান অনি ও রিয়াজুল আলম ইমন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এমআরপি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।