ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মেহেরপুর: গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মকবুল হোসেন গাংনী বাসস্ট্যান্ড পাড়ার মৃত ওয়াজ উদ্দীনের ছেলে।



মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে গাংনী থানা পুলিশের একটি দল গাংনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় মকবুল হোসেন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মেঘলাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।