ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয় প্রতিনিধি গোয়েন লুইসের আমন্ত্রণে চা-চক্রে যোগদান করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ নম্বরে একটি বাড়িতে এ চা-চক্রের আয়োজনে তারা যোগ দিয়েছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে ।

এ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।  

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত এমপি ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসকে/এমইউএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।