ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

কাঁচপুর সংঘর্ষে বিএনপির ৮১৪ জনকে আসামি করে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
কাঁচপুর সংঘর্ষে বিএনপির ৮১৪ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মধ্যরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ১১৪ জনকে আসামি করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, মামলা হয়েছে। এতে ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।