ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে: এ কে আজাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে: এ কে আজাদ বক্তব্য দিচ্ছেন একে আজাদ

ফরিদপুর: হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরসহ সারাদেশে নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জেলা সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট সংলগ্ন মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।  

স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মূসা ফকিরে সভাপতিত্বে সভায় এ কে আজাদ আরও বলেন, দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।  

এ ব্যবসায়ী নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পর একটি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে সেই স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিল ঘাতকরা। এখন জাতির জনকের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।  

ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য শহিদুল ইসলাম নিরু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য নুরুল আমিন বাপ্পি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান প্রমুখ।  

সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও গণভোজের তবারক বিতরণ করা হয়।  
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম শাহ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওয়াল সর্দার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শেখ অয়নিকা ও রাবেয়া বৃষ্টিসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতারা।  

এর আগে, বিকেলে স্থানীয় খলিল মণ্ডলের হাটে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে গণসংযোগে অংশ নেন এ কে আজাদ। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাটে উপস্থিত স্থানীয় বাসিন্দারে খোঁজ-খবর নেন। এরপর তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মরহুম ছহিরদ্দিন মোল্ল্যা ও তার প্রয়াত ছেলে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান মোল্ল্যার কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।