ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

মেহেরপুর: গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজওয়ানুল হক ইমনকে (৩০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
রেজওয়ানুল হক ইমন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে।

রোববার (৭ আগস্ট) দিনগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেজওয়ানুল হক ইমনের নামে নাশকতার অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে। মামলা নম্বর ৪(৮)২৩।
গ্রেপ্তারকৃত ইমনকে আজ সোমবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।