ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর ও সোনারগাঁ ছাত্রলীগের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
নারায়ণগঞ্জ মহানগর ও সোনারগাঁ ছাত্রলীগের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সুপার সিক্স ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সুপার টু কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

মহানগর ছাত্রলীগের কমিটিতে আছেন সভাপতি মেহেদী হাসান সম্রাট, সহ-সভাপতি আনারুল হক, আনাবিল দাশ নির্ঝর, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, যুগ্ম সম্পাদক সম্পাদক সিমান্ত মল্লিক ও সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান।

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম সাগরকে।

আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।