ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

মিছিলে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে জামায়াতের আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
মিছিলে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে জামায়াতের আবেদন

পঞ্চগড়: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুলাই শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশের সহযোগিতা চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছে পঞ্চগড় জেলা জামায়াত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এ আবেদন করেন তারা।

 

জেলা জামায়াতের পক্ষ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদনটি পৌঁছে দেন।

জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা জামায়াত আগামী ৩০ জুলাই পঞ্চগড় শহরে শান্তিপূর্ণ মিছিল করবে।

জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাড. আজিজুল ইসলামের নেতৃত্বে আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন- আকবর আলী, সাদিকুল আজিম, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হাসান, ইলিয়াস আলী, রাহিদুল ইসলাম ও আবুল কালাম লাবু।

এ বিষয়ে অ্যাড. আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই। আমাদের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা চেয়ে আবেদন করেছি। আশা করি আমাদের আবেদন মঞ্জুর হবে এবং পুলিশের সব ধরনের সহযোগিতা পাব।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।