ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘মুখে যা-ই বলুক, বিএনপি ঠিকই নির্বাচনে আসবে’

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
‘মুখে যা-ই বলুক, বিএনপি ঠিকই নির্বাচনে আসবে’ বক্তব্য দিচ্ছেন সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা): নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে এবং মুখে যা-ই বলুক বিএনপি ঠিকই নির্বাচনে আসবে -বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান।

শনিবার (৮ জুলাই) দুপুরে ঢাকার দোহার বিলাসপুর গনি সিকদার বিদ্যালয়ের মাঠে তার নির্বাচনী এলাকা কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালমান এফ রহমান আরও বলেন, নির্বাচন সময় মতো হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং এ সরকারের অধীনেই হবে।  

তিনি বলেন, ক্যান্টনমেন্টের কাঁধে ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। তাই আগামীতেও জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।  

এর আগে সালমান এফ রহমান উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, সুতারপাড়া ইউনিয়ন আলামিন বাজার সড়ক ও জনপথের সাতটি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন, দোহার পৌরসভার বটিয়া ও বিলাসপুর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্মিত দুইটি ক্রিজ উদ্বোধন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম, ফজলুর রহমান ফাউন্ডশনের মহাসচিব আব্দুর রউফ, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম,  উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হাসান, উপজেলা প্রকৌশলী হানিফ মুহাম্মদ মুর্শিদী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ,  মুকসুদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।