ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার যৌথ সভা ৮ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
জাপার যৌথ সভা ৮ জুলাই

ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার (৮ জুলাই) যৌথ সভা করবে দলটি।

রোববার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পার্টি বিভিন্ন কর্মসূচি পালন করবে।

কর্মসূচিগুলো সফল ও সার্থক করতে শনিবার বিকেল ৪টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সব অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। যৌথ সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসএমএকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।