ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্রীলঙ্কা নয়, ইউরোপ-জাপান হবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
শ্রীলঙ্কা নয়, ইউরোপ-জাপান হবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

সিলেট: বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, হওয়ার সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান।  

তিনি বলেছেন, গত এক বছর ধরে কিছু লোক নানাভাবে গুজব ছড়াচ্ছে।

তারা উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাতে কোনো লাভ হবে না, কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে, কখনও শ্রীলঙ্কা হবে না।  

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় মন্ত্রী নিজ স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান বিতরণে এসব কথা বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমাদের দল কাউকে বাঁধা দেবে না। কোনো বিশৃঙ্খলা করবে না। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা করতে চায়, মারামারি করতে চায়, অগ্নিসন্ত্রাস করতে চায়, তাদের প্রতিহত করা হবে। সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে।

বিদ্যুতের ভোগান্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা অনেক কমে গেছে। আগের মতো লোডশেডিং নেই। ১০ লাখ টন কয়লা বন্দরে আসছে। বন্দরে কয়লার জাহাজের ভিড় লেগে গেছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি একটি ঘরেও বিদ্যুৎ দিতে পারেনি। তাই তারা বিভ্রান্তি ছড়ায়।

'আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে'- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যের প্রতিবাদে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘ জানে না, বাংলাদেশ একঘরে হয়ে গেছে। আমরা বিশ্ব সমাজে আছি।

পেঁয়াজের দামবৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটা কমিয়ে দিয়েছি। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানি করে কম দামে বাজারে বিক্রি করব।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, টিউবওয়েল দিয়েছে, ল্যাট্রিন দিয়েছে। লাল টিনের ঘর দিয়েছে। বিএনপি সরকারে থাকাকালে এগুলো কি দিতে পেরেছে? তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি পারলে প্রমাণ করুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের পরিচালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সেতু ও সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. হাসনাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৪১৭ জন হতদরিদ্রের মাঝে ১ হাজার ২৭০ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়৷

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এনইউ/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।