ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

এক দশক পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেল জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এক দশক পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেল জামায়াত

ঢাকা: অবশেষে দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার (১০ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (১০ জুন) দুপুর ২ টায় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

এর আগে জামায়াত কর্মসূচি পালন করতে পুলিশের অনুমতি চাইলেও পায়নি। পরে শনিবারে এই তারিখ নির্ধারণ করে জামায়াত।

তবে ডিএমপি সূত্রে জানা গেছে, এই সমাবেশ করতে জামায়াতকে মৌখিক বেশকিছু শর্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ১০, ২০২৩
টিএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।