ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

নায়ক ফারুকের মৃত্যুতে আমুর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
নায়ক ফারুকের মৃত্যুতে আমুর শোক

ঢাকা: সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

সোমবার (১৫ মে) এক শোক বার্তায় আমির হোসেন আমু  বলেন, চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একজন নিবেদিত সাংস্কৃতিক যোদ্ধা ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে ও চলচ্চিত্র জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় আমু নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, চিত্রনায়ক ফারুক আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় ১৫৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।