ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: জিএম কাদের

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ব্রিটিশ হাই কমিশনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ হাই কমিশনারের আমন্ত্রণে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সৌজন্য সাক্ষাতে অংশ নিলে তাকে স্বাগত জানান রবার্ট সি ডিকসন। এসময় বন্ধু প্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা।

রবার্ট সি ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে ধন্যবাদ জানান।

রবার্ট সি ডিকসনকে ধন্যবাদ জানিয়ে জিএম কাদের বলেন, যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএমএকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।