ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশের বাধায় না. গঞ্জ জেলা ছাত্রদলের ইফতার পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
পুলিশের বাধায় না. গঞ্জ জেলা ছাত্রদলের ইফতার পণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ব নির্ধারিত ইফতার মহফিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ইফতার মহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারণ স্থানে সংগঠনটির নেতাকর্মীদের জড়ো হতে দেয়নি পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ফতুল্লার পঞ্চবটী ইউনাইটেড ক্লাবে ইফতার অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলে সেখানে পুলিশ সব কার্যক্রম বন্ধ করে দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের বের করে দেয় এবং পাহারা বসায়।

ইফতার মাহফিলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একাধিক সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সুপার ফাইভ, জেলা বিএনপি নেতারা ও বিভাগীয় টিমের নেতারা আমন্ত্রিত ছিলেন।

জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান বলেন, আপাতত পুলিশের বাধায় বুধবারের ইফতার মহফিল স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বৈঠক করে জানানো হবে।

তিনি বলেন, একটি ইফতার মহফিলকেও আজ সরকার ভয় পায়। এসব করে তাদের শেষ রক্ষা হবে না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, এ বিষয়ে তারা কোন অনুমতি নেয়নি। তাই তাদের জড়ো হতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।