ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

এরশাদের জন্মদিন উপলক্ষে জাপার কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এরশাদের জন্মদিন উপলক্ষে জাপার কর্মসূচি ফাইল ফটো

ঢাকা: সোমবার (২০ মার্চ) সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ মার্চ সকাল ৯ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকেল ৩ টায় বনানী চেয়ারম্যান কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা।

২২ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ৩ টায় স্মরণ সভা।  স্মরণ সভায় সভাপতিত্ব করবেন-  জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এছাড়াও জাতীয় পার্টির সারা বাংলাদেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় এরশাদের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত করার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানিয়েছে।

পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি এ আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।