ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের কর্মীসভা ঘিরে না.গঞ্জে সাজ সাজ রব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ছাত্রলীগের কর্মীসভা ঘিরে না.গঞ্জে সাজ সাজ রব

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ছাত্রলীগের কর্মীসভাকে কেন্দ্র করে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ওসমানী স্টেডিয়াম ও আশেপাশের এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

নেতাদের স্বাগত জানাতে পথে পথে নির্মাণ করা হয়েছে নান্দনিক তোরণ। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুর আড়াইটা থেকে শহরের ওসমানী স্টেডিয়ামে শুরু হবে এ কর্মীসভা।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।