ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘শিল্পখাতকে অস্থিরতায় ফেলে দেওয়া হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
‘শিল্পখাতকে অস্থিরতায় ফেলে দেওয়া হয়েছে’

ঢাকা: কোনো কারণ ছাড়াই গ্যাসের মূল্য প্রায় তিনগুণ বাড়িয়ে দিয়ে সরকার দেশের শিল্পখাতকে অস্থিরতায় ফেলে দিয়েছে। এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতারা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে জোট নেতারা এমন অভিযোগ করেন।

তারা বলেন, কিছুদিন পরপর সরকার অযৌক্তিকভাবে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে। জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট। দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা কিংবা বিচার বিভাগের স্বাধীনতা নেই। নেই রাজনৈতিক অধিকারও। চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী।

নেতাকর্মীরা বলেন, দেশের অর্থনীতির এ মহাসংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানো দেশকে আরও সংকটের দিকে ঠেলে দেবে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের জীবনযাত্রার ওপর খড়গহস্ত চালাচ্ছে। সরকারের এসব আচরণ অন্যায়-অযৌক্তিক। গ্যাসের মূল্যবৃদ্ধি জনস্বার্থবিরোধী।

নেতারা বলেন, গত ১৪ বছরে সরকার এবং সরকারি দলের মদদপুষ্টরা দেশ থেকে ১০ লাখ কোটি টাকার বেশি পাচার করেছে। সরকারের কাছে দেশ চালানোর টাকা নেই।

বিবৃতিতে সই করেন- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. অধ্যাপক নূরুল আমিন বেপারি, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডিএলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ন্যাপ ভাষানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগের (বিএমএল) ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার নাসিম খান, সাম্যবাদী দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম, মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।