ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারি চাকরি করেও আওয়ামী লীগে পদ পেলেন জসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
সরকারি চাকরি করেও আওয়ামী লীগে পদ পেলেন জসিম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সদ্য ঘোষিত বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নাম থাকা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কমিটিতে স্থান পাওয়া ওই শিক্ষকের নাম জি.এম জসিম উদ্দিন, তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটিতে ৫৮ নাম্বার সদস্য হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্ত বিষয়ে শিক্ষক জি.এম জসিম উদ্দিন জানান, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে কিভাবে আমার নাম এসেছে তা জানি না। যদি কমিটিতে নাম থাকে থাকে তবে পদত্যাগ করব।

এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এম মিজানুর রহমান বাংলানিউজকে জানান, একজন সরকারি চাকরিজীবী হিসেকে সক্রিয় রাজনীতি করার সুযোগ নেই। যদি দলীয়ভাবে নাম থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।