ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
ফেনীতে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী 

ফেনী: নানা আয়োজনের মধ্যদিয়ে ফেনীতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (০৪ জানুয়ারি) সকালে বেলুনও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুপুর ১২ টার দিকে ফেনী জেলা ছাত্রলীগের আয়োজনে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের প্রচারণামূলক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী পৌর সভায় মিলিত হয়।

সেখানে দিবসটি উপলক্ষে কাটা হয় কেক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

এরপর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষ বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এসএইচডি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।