ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় শ্রমিক লীগের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
সাতক্ষীরায় শ্রমিক লীগের আনন্দ মিছিল

সাতক্ষীরা: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম বারের মতো সভাপতি ও ওবায়দুল কাদের তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জাতীয় শ্রমিক লীগ মিছিলটি বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন টিটু, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, পৌর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল আজিজ বাবু ও সদস্য সচিব মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।