ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সম্মেলনে যোগ দিচ্ছেন না.গঞ্জ আ.লীগের ৪৭৪ কাউন্সিলর-ডেলিগেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
সম্মেলনে যোগ দিচ্ছেন না.গঞ্জ আ.লীগের ৪৭৪ কাউন্সিলর-ডেলিগেট

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাবেন জেলা ও মহানগর আওয়ামী লীগের ৪৭৪ জন কাউন্সিলর ও ডেলিগেট।  

এর মধ্যে জেলা আওয়ামী লীগ থেকে ১১৮ জন কাউন্সিলর ও ২৩৬ জন ডেলিগেট এবং মহানগর আওয়ামী লীগ থেকে ৪০ জন কাউন্সিলর ও ৮০ জন ডেলিগেট যোগ দেবেন।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল কাউন্সিলর ও ডেলিগেটদের বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইতোমধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে কাউন্সিলর-ডেলিগেটদের পাস কার্ড সংগ্রহ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শনিবার (২৪ ডিসেম্বর) সম্মেলনে যোগ দেবেন তারা।
 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জনসংখ্যার প্রতি ২৫ হাজারে ১ জন করে কাউন্সিলর ও ২ জন ডেলিগেট সম্মেলনে যোগ দিতে পারবেন। সে হিসেবে নারায়ণগঞ্জ জেলা থেকে ১১৮ জন কাউন্সিলর ও ২৩৬ জন ডেলিগেট এতে অংশ নেবেন।
 
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জনসংখ্যার প্রতি ২৫ হাজারে একজন করে কাউন্সিলর ও ২ জন করে ডেলিগেট সম্মেলনে যোগ দিতে পারবেন। আমরা ৪০ জন কাউন্সিলর ও ৮০ জন ডেলিগেট সম্মেলনে যোগ দেব।
 
শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। অনেকে সম্মেলনের একদিন আগেই ঢাকায় পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।