ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাচাকে ছুরিকাঘাতের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
চাচাকে ছুরিকাঘাতের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে
 

হবিগঞ্জ: আপন চাচাকে ছুরিকাঘাতের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। আবিদের বাড়ি নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে।


 
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে আবিদকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
তিনি জানান, আবিদ হাসান মিয়া তালুকদার ও তার চাচা কালিছ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গত বুধবার রাতে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট এলাকায় আবিদের সঙ্গে কালিছ মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচাকে ছুরিকাঘাত করেন আবিদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
এদিকে ঘটনার পর পর স্থানীয় লোকজন আবিদকে ধরে পুলিশে দেন। পরে বৃহস্পতিবার আহত কালিছ মিয়ার ভাই শাহেদ মিয়া বাদী হয়ে আবিদ হাসান মিয়া তালুকদারকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা করেন। আবিদকে এ মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। পরে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
গত ৪ ডিসেম্বর আবিদকে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।