ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

কে || মহীবুল আজিজ 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কে || মহীবুল আজিজ  কিউবান চিত্রশিল্পী হোসে গার্সিয়া মোন্তেব্রাভোর একটি চিত্রকর্ম

সময়কে খনন করি পর্যাপ্ত এ-অবসরে, 
বিদ্ধ করি শূন্যতাকে বল্লমের সুঁই দিয়ে।

খননে হনন থাকে, সুঁইয়েতে আমার চোখ, 
জানি না তুমি নিহত হবে কিনা আমা-দ্বারা! 
একদিন ভরাট ছিলে তুমি বর্তমান কালে, 
বর্তমান ঘটমান হয় দু’য়ে-দু’য়ে মিলে।  
গণিত জানাই ছিল, অ-জানা স্থানীয় মান- 
যোগ নয়, ভাগ নয়, শুধু করে গেছি গুণ।

 

আশা ছিল পাওয়া যাবে এক বৃহৎ গুণফল, 
ফল বৃহৎ-ই বটে, যন্ত্রমধ্যেও আঁটে না।  
পাশাপাশি এত শূন্য জীবনেও দেখি নাই, 
সারি-সারি শূন্য-দল ওড়ে বেলুনের মত।  
বলো আজ কার ছিল স্থানীয় মানেতে শূন্য- 
বেলুন-বায়ু নিয়ে কে উড়েছিল- তুমি! আমি!

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
জেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ