ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

নিবন্ধন চেয়ে ইসিতে গণসংহতির আবেদন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
নিবন্ধন চেয়ে ইসিতে গণসংহতির আবেদন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জোনায়েদ সাকি

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে গণসংহতি আন্দোলন। নির্দেশিত বিধি অনুসারে সমস্ত দলিলাদি ইসিতে জমা দিয়েছে দলটি।

রোববার (৩১ ডিসেম্বর) নিবন্ধন চাইতে ইসি কার্যালয়ে যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্‌তার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু প্রমুখ।

আবেদনপত্র জমা দেয়ার পর গণসংহতির নেতারা বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সংবিধানের অধীনস্থ থেকে নির্বাচন আয়োজন করা।

সংবিধান পরিপন্থি কোনো আইন বা বিধি প্রণয়নের এখতিয়ার তাদের নেই। যদিও গণসংহতি আন্দোলন নির্বাচন কমিশনের সকল বিধি ও শর্ত পূরণ করেই আবেদনপত্র জমা দিয়েছে। তবে নানা শর্ত ও বিধি আরোপ জনগণের স্বতঃস্ফূর্ত রাজনৈতিক চেতনার বিকাশকে বাধাগ্রস্থ করবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ