ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

আজিজুল হক কলেজে ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আজিজুল হক কলেজে ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।

বগুড়া: বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।
 
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ছাত্র ফ্রন্টের কলেজ শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে মিছিল বের হয়।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাত্র ফ্রন্ট কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল বর্মন, জেলার সভাপতি রাধা রানী বর্মন, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, কলেজ কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইফতেখার আঞ্জুম দুলাল, বাংলা বিভাগের ছাত্রফ্রন্ট সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ