ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘রাজাকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোনো প্রতিযোগিতা হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
‘রাজাকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোনো প্রতিযোগিতা হবে না’ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচন রাজাকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোনো প্রতিযোগিতার মাঠ হবে না।

নড়াইল: জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচন রাজাকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোনো প্রতিযোগিতার মাঠ হবে না।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে  নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে দলের কর্মীসভায় তিনি একথা বলেন।

ইনু বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন ও গণতন্ত্রকে রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গি এবং আগুন সন্ত্রাসীদের হালাল করার কোনো রাজনৈতিক ব্যবস্থা হিসেবে আমরা ব্যবহার করতে দিব না।

নড়াইল জেলা জাসদ সহ সভাপতি তালুকদার হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান চন্নু, সহ সভাপতি শহীদুল ইসলাম ও কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী নড়াইল জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয় উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ