ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

জামায়াতের নতুন আমির মকবুল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
জামায়াতের নতুন আমির মকবুল

ঢাকা: জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দলটির আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জামায়াতের প্রচার বিভাগের সহকারী সম্পাদক এস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে মকবুল ‍আহম‍াদ আমির নির্বাচিত হয়েছেন। সকাল ১০টায় দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি শপন নিয়েছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

তবে নির্বাচন কোথায় হয়েছে এবং মকবুল আহমাদ কোথায় শপথ নিয়েছেন তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এমএম/টিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ