ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রংপুরে শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
রংপুরে শিবির নেতা গ্রেফতার

রংপুর: মিঠাপুকুরে অভিযান চালিয়ে উপজেলা শিবিরের সূরা সদস্য সুলতান আহমেদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

 

 শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের মধু মন্ডলের ছেলে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে বলেন,  সুলতান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতা ও বোমা হামলা মামলার আসামি।

শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে রংপুর কারাগারে পাঠানো হবে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ