ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫৫

রংপুর: রংপুরে চার্জশিটভুক্ত তিন জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে রোববার (০৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- বদরগঞ্জ উপজেলার উত্তর বাওচন্ডী পাকার মাথা গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৩), উপজেলার শাহাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৭) ও কিসামত বর্ষপীর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান- রংপুর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছিলো না।
রোববার (০৪ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ