ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

রংপুরে দুই জামায়াত কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
রংপুরে দুই জামায়াত কর্মী গ্রেফতার

রংপুর: রংপুরে ২ উপজেলায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দু’জনই জামায়াত কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) সাইফুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতাররা সন্ত্রাসবিরোধী আইনে বোমা হামলা ও নাশকতার মামলার আসামি এবং বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

দুপুরে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ