ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

নাশকতার মামলায় গোদাগাড়ী জামায়াত নেত্রী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
নাশকতার মামলায় গোদাগাড়ী জামায়াত নেত্রী কারাগারে

রাজশাহী: নাশকতার মামলায় আটক রাজশাহীর গোদাগাড়ী পৌর জামায়াতের রোকন ফাতেমা বেগমকে (৪৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (১৫ আগস্ট) রাতে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি পৌরসভার মহিষালবাড়ি মহল্লার নূরুল ইসলামের স্ত্রী।

এছাড়া মহিষালবাড়ি দারুল উলুম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষিকা ফাতেমা।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান বাংলানিউজকে জানান, ফাতেমা গোদাগাড়ী পৌর জামায়াতের রোকন। তার স্বামী নূরুল ইসলামও জামায়াত নেতা।

তার বিরুদ্ধে নাশকতার মামলা ছিলো। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে প্রমাণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ