ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: গুলশানের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি।

 

রোববার (০৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় দলটির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ-মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদক মণ্ডলির সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবদুর রাজ্জাক, বোয়ালিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রাজপাড়া থানার সাধারণ সম্পাদক আবদুল মতিন, নগর সদস্য আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, মনিরুদ্দিন পান্না, নাজমুল করিম অপু, যুবমৈত্রীর নগর সহ-সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, সহ-সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, ছাত্রমৈত্রীর নগর সভাপতি লুৎফর রহমান তারেক, সাধারণ সম্পাদক সিরাজী সালেহীন তামিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এসএস/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ