ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

শেরপুরে পুলিশের ধাওয়ায় শিবিরের কর্মসূচি পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুন ৬, ২০১৬
শেরপুরে পুলিশের ধাওয়ায় শিবিরের কর্মসূচি পণ্ড

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের ধাওয়ায় রমজানকে স্বাগত জানিয়ে করা শিবিরের শোভাযাত্রা ও সমাবেশ পণ্ড হয়েছে। এদিকে দৌড়ে পালানোর সময় পাঁচ শিবিরকর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
 
কর্মসূচিতে পুলিশের বাধার বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, কোনো অনুমতি ছাড়াই রোববার (০৫ জুন) শিবিরের নেতাকর্মীরা পৌরশহরের ধুনটমোড় এলাকায় শোভাযাত্রা বের করে। তাই নাশকতার আশঙ্কায় শোভাযাত্রা পণ্ড করে দেওয়া হয়েছে।

এ সময় শিবির নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমবিএইচ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ