ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

নাশকতার মামলায় পুঠিয়ায় জামায়াত সেক্রেটারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
নাশকতার মামলায় পুঠিয়ায় জামায়াত সেক্রেটারি গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নাশতকার মামলায় বৃহস্পতিবার (১২ মে) জিউপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিল উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

হাবিল উদ্দীন পুঠিয়া কারিগরি কলেজের প্রভাষক।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত নেতা হাবিলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তার বিরুদ্ধে গতবছর লাগাতার হরতাল-অবরোধ চলাকালে বিভিন্নস্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ