ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ঝিকরগাছায় নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
ঝিকরগাছায় নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা নিছার উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৯ মে) বিকেলে উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শংকরপুর ইউপিতে স্বতন্ত্র হিসেবে বিজয়ী চেয়ারম্যান জামায়াত নেতা নিছার উদ্দিন একই উপজেলার নায়রা গ্রামে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। ভাতিজা ও আরেক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে ফেরার পথে রাজবাড়ীয়া এলাকায় ৮-১০ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় তারা চেয়ারম্যানকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বাংলানিউজকে জানান, স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে স্থানীয় বাঁকড়া ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ