ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

গোপালগঞ্জে শিবিরকর্মী সন্দেহে ৪ ছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
গোপালগঞ্জে শিবিরকর্মী সন্দেহে ৪ ছাত্র আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস থেকে শিবির কর্মী সন্দেহে ৪ ছাত্রকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া এলাকার ওই ছাত্রাবাস থেকে তাদের আটক করে পুলিশ।

তারা ছাত্রাবাসের পাশে ঘর ভাড়া করে থাকতেন।

আটকরা হলেন, নাহিদ হাসান, আনিচুর রহমান, জামালউদ্দিন ও হাসিবুল ইসলাম। তারা ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ