ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

প্লেনের গড় বয়স যাত্রীদের আস্থায় ভূমিকা রাখে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
প্লেনের গড় বয়স যাত্রীদের আস্থায় ভূমিকা রাখে

একটি এয়ারলাইন্সের গড় বয়স তার ব্যবসায়িক আয় ব্যয়ের ওপর সরাসরি প্রভাব সৃষ্টি করে। ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালন ব্যয় নির্ধারণেও বিরাট ভূমিকা পালন করে।

মাধ্যমটিতে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের পছন্দ নির্ধারণে এয়ারক্রাফটের গড় বয়স অন্যতম সহায়ক হিসেবে কাজ করে।

একেবারে নতুন একটি এয়ারক্রাফট কিংবা নূন্যতম বয়সের প্লেন সবসময়ই রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ কম খরচ হয়ে থাকে। এতে এয়ারলাইন্স ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লাভবান হয়। যাত্রীরা নিরাপত্তার ক্ষেত্রেও থাকেন অনেকটাই নির্ভার।

বাংলাদেশের বিমানসংস্থাগুলো বিশেষ করে প্রাইভেট এয়ারলাইন্সগুলো যাত্রার পর থেকেই তাদের ব্যবহৃত উড়োজাহাজগুলোর গড় বয়স অনেক বেশি ছিল। ফলে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ খরচ বাবদ ব্যয় হতো বেশি। ব্যাপক টেকনিক্যাল সমস্যায় ঘটতো ফ্লাইট শিডিউল বিপর্যয়। এ অবস্থা শুধু প্রাইভেট এয়ারলাইন্সের ক্ষেত্রেই ঘটতো তা নয়, জাতীয় বিমান সংস্থার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।

সর্বশেষ এক দশকে বাংলাদেশের অ্যাভিয়েশনে জাতীয় বিমান সংস্থার সাথে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার ও সর্বশেষ এয়ারঅ্যাস্ট্রা। তেমনি বাংলাদেশের অ্যাভিয়েশন মার্কেট থেকে বিচ্যুতি ঘটেছে জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ ও রিজেন্ট এয়ারওয়েজ। গত প্রায় দুই যুগ ধরে আরও কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশের আকাশ সীমায় জ্বলজ্বল করছিল। সেগুলো হচ্ছে অ্যারো বেঙ্গল, এয়ার পারাবাত, বেস্ট এয়ার, অ্যাভিয়ানা এয়ারওয়েজ।

বন্ধ হওয়া সবগুলো এয়ারলাইন্সের ব্যবহৃত এয়ারক্রাফটগুলো ছিল অনেক পুরনো। সঠিক সময়ে এসবের রক্ষণাবেক্ষণ না করা ছিল প্রধান দুর্বলতা। অতিরিক্ত খরচ সময় মতো রক্ষণাবেক্ষণ না করার প্রবণতা তৈরি করে। এয়ারক্রাফটের হেভি চেক বিশেষ করে সি-চেক, ডি-চেক অথবা রেগুলার রুটিন চেক সময়মতো করা বাধ্যতামূলক। কিন্তু পুরনো এয়ারক্রাফট ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোর বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করলে রক্ষণাবেক্ষণ বাবদ খরচ করতে অনীহা দেখা যায়। ফলে এয়ারক্রাফটগুলো গ্রাউন্ডেড হতে থাকে। বহরে অনেকগুলো এয়ারক্রাফট থাকলেও পরিচালনায় সমসংখ্যক থাকেনি। ফলে ফ্লাইট শিডিউল এর বিপর্যয় দেখা যায়।

সারা বিশ্বের এয়ারলাইন্সগুলোর এয়ারক্রাফট নিয়ে বিভিন্ন সংস্থা সারা বছর কাজ করে থাকে। নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত হওয়ার খবর থেকে শুরু করে সব ধরনের কার্যকলাপ নিয়ে অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করে থাকে। স্টাটিস্টা ডট কমের তথ্য অনুযায়ী সারা বিশ্বের মধ্যে চীন, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার তুলনায় আফ্রিকা, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ অথবা দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার এয়ারক্রাফটগুলোর গড় বয়স বেশি। সবচেয়ে বেশি গড় বয়সের এয়ারক্রাফট দেখা যায় আফ্রিকা মহাদেশের এয়ারলাইন্সগুলোয়।

চীনে ব্যবহৃত ২০২০ সালে এয়ারক্রাফটের গড় বয়স ছিল ৬ দশমিক ৬ বছর। ২০২৫ সালে সম্ভাবনা রয়েছে ৭ দশমিক ৭ বছর আর ২০৩০ সালে ৮ দশমিক ৯ বছর। অন্যদিকে এশিয়ার অন্যতম জনবহুল দেশ ভারতে বিভিন্ন এয়ারলাইন্সের ২০২০ সালে গড় বয়স ছিল ৬ দশমিক ৫বছর, ২০২৫ সালে সম্ভাব্য গড় বয়স ৭ দশমিক ২ বছর আর ২০৩০ সালে সম্ভাব্য গড় বয়স হবে ৮ দশমিক ৪ বছর।

মধ্য প্রাচ্যের দেশগুলোর এয়ারলাইন্সের এয়ারক্রাফটের ২০২০ সালের গড় বয়স ছিল ৮ দশমিক ৭ বছর, ২০২৫ সালে হবে ৯ দশমিক ৩ বছর আর ২০৩০ সালে দাঁড়াবে গড় বয়স ৯ দশমিক ৪ বছর। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে এয়ারক্রাফটের গড় বয়স ছিল ৯ দশমিক ৫ বছর ২০২০ সালে, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এয়ারলাইন্সগুলোর এয়ারক্রাফটের গড় বয়স নির্ধারণ করতে যাচ্ছে ১০ দশমিক ২ বছর। এমনকি ২০৩০ সালে এ অঞ্চলে এয়ারক্রাফটগুলোর গড় বয়স নির্ধারণ করবে ১০ দশমিক ২ বছর।
ল্যাটিন আমেরিকায় ২০২০ সালে এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলোর গড় বয়স ১১ দশমিক ২ বছর ২০২৫ সালে সম্ভাব্য ১১ দশমিক ১ বছর থেকে ২০৩০ সালে গড় বয়স ১০ বছর নির্ধারণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আর নর্থ আমেরিকায় ২০২০ সালে ছিল গড় আয়ু ১৪ বছর। ঠিক ২০২৫ সালেও একই গড় বয়স নির্ধারণ করেছে। পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালে এয়ারক্রাফটগুলোর গড় আয়ু নির্ধারণ করেছে ১৩ দশমিক ২ বছর।

ইস্টার্ন ইউরোপের এয়ারলাইন্সের এয়ারক্রাফটের গড় বয়স ছিল ২০২০ সালে ১১ বছর। ২০২৫ সালে দাঁড়াবে ১১ দশমিক ৮ বছর; আর ২০৩০ সালে পৌঁছাবে ১২ দশমিক ৬ বছর। প্রায় একই ভাবে ওয়েস্টার্ন ইউরোপে ২০২০ সালে ১১ দশমিক ৪ বছর ছিল গড় বয়স। ২০২৫ সালে হবে ১১ দশমিক ৫ বছর আর ২০৩০ সালে হবে ১১ দশমিক ১ বছর। সারাবিশ্বের বিমান সংস্থাগুলোর মধ্যে আফ্রিকার এয়ারক্রাফটগুলোর গড় আয়ু সবচেয়ে বেশি। ২০২০ সালে ছিল ১৪ দশমিক ৩ বছর, ২০২৫ সালে ১৪ দশমিক ৬ বছর আর ২০৩০ সালে কিছুটা কমে গিয়ে হবে ১৪ দশমিক ১ বছর।

গড় আয়ু সব সময় এয়ারক্রাফটের নিরাপত্তা সূচক প্রকাশ করে না। বরং সঠিক সময়ে রক্ষণাবেক্ষণ করা এয়ারক্রাফটকে নিরাপদ রাখতে সহায়তা করে। আমেরিকার জনপ্রিয় বিমানবহর ইউনাইটেড এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলোর গড় বয়স ১৪ দশমিক ৩ বছর আর ডেল্টা এয়ারলাইন্স গড় বয়স ১৭ বছর। সাউথওয়েস্ট এয়ারলাইন্স এর গড় বয়স ১১ দশমিক ৮ বছর। আমেরিকান এয়ারলাইন্সের গড় বয়স ১০ দশমিক ৮ বছর।

সারা বিশ্বের এয়ারলাইন্সগুলোর মধ্যে ২০২২ সালে সবচেয়ে কম গড় আয়ুর এয়ারক্রাফটের মুকুট অর্জন করে আফ্রিকার উগান্ডা এয়ারলাইন্স। এ কোম্পানি সারা বিশ্বের এয়ারলাইন্সগুলোর মধ্যে সবচেয়ে কম গড় আয়ু সম্পন্ন এয়ারক্রাফট নিয়ে ব্যবসা পরিচালনা করছে। উগান্ডার এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সী এয়ারক্রাফটের বয়স ১ দশমিক ১৩ বছর আর সবচেয়ে বেশি বয়সী এয়ারক্রাফটের বয়স ২ দশমিক ৭৫ বছর।

চিলির স্কাই এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলো দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে কম ও সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ গড় আয়ু হচ্ছে প্রায় ৩ বছর। সালাম এয়ার এশিয়ার মধ্যে সর্ব কনিষ্ঠ আর বিশ্বের মধ্যে তৃতীয় কনিষ্ঠ গড় আয়ুর এয়ারক্রাফট নিয়ে বিমান বহরকে সাজিয়েছে। যার গড় আয়ু ৫ দশমিক ২৯ বছর। । এছাড়া চতুর্থ আর পঞ্চম স্থানে কনিষ্ঠ গড় আয়ু নিয়ে অবস্থানে করছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার ভিভা এয়ার আর সৌদি এরাবিয়ার ফ্লাইএডিল।

বিশ্বের বিখ্যাত সব এয়ারলাইন্স বিশেষ করে এমিরেটসের গড় বয়স ৮ দশমিক ৯ বছর, কাতার এয়ারওয়েজ ৮ দশমিক ৩ বছর, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৭ দশমিক ৮ বছর, মালয়েশিয়া এয়ারলাইন্স ১০ দশমিক ১ বছর, সিঙ্গাপুর এয়ারলাইন্স ৬ দশমিক ৪ বছর, থাই এয়ারওয়েজ ৭ দশমিক ৬ বছর এবং ওমান এয়ার ৭ বছর।

ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে স্পাইস জেট ও ইন্ডিগোর গড় বয়স ১০ দশমিক ৭ বছর। এছাড়া মালদ্বীপের মালদেভিয়ান এয়ারলাইন্সের গড় বয়স ২১ দশমিক ৯ বছর, যা দক্ষিণ এশিয়ার এয়ারলাইন্সগুলোর মধ্যে সর্বোচ্চ।

রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গড় বয়স ৮ দশমিক ২ বছর। ইউএস-বাংলা এয়ারলাইন্সের গড় বয়স ১১ বছর। খুব শিগগির ইউএস-বাংলার বিমান বহরে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে। ফলে এয়ারলাইন্সের গড় বয়স দাঁড়াবে প্রায় ১০ দশমিক ৬ বছর। নতুন যুক্ত হওয়া এয়ারলাইন্স এয়ারঅ্যাস্ট্রার এয়ারক্রাফটের গড় ৬ বছর। যা চলমান সব দেশিয় এয়ারলাইন্সের মধ্যে সর্বনিম্ন। ইউএস-বাংলা কিংবা এয়ারঅ্যাস্ট্রা ব্যতীত বাংলাদেশে চালু কিংবা বন্ধ হওয়া সকল বেসরকারি এয়ারালাইন্সের গড় বয়স ১৯ বছরের অধিক।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরে ও কলকাতা রুটে সাতটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। সারা বিশ্বে ব্যবহৃত এটিআর এয়ারক্রাফট ১৭৬টি এয়ারলাইন্সের মধ্যে ইউএস-বাংলা সর্বশেষ র‌্যাংকিং ১৩তম।

পরিকল্পনা ও বাস্তবায়নের অংশ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স খুব শিগগির এয়ারক্রাফটগুলোর গড় বয়স ১০ বছরের মধ্যে নিয়ে আসবে। যা বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্সের ইতিহাসে সর্বনিম্ন। যাত্রী নিরাপত্তায় নতুন এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই।

বাংলাদেশের অ্যাভিয়েশনে প্রথমবারের মতো অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যা যাত্রী সেবায় অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতা বজায় থাকবে সেই প্রত্যাশা করছে সংশ্লিষ্ট সকলে।

লেখক- মো. কামরুল ইসলাম, মহাব্যবস্থাপক-জনসংযোগ; ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।