ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ভার্জিনিয়ায় কাল থেকে বৌদ্ধ সম্মেলন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ভার্জিনিয়ায় কাল থেকে বৌদ্ধ সম্মেলন ছবি: প্রতীকী

চট্টগ্রাম: আমেরিকার ভার্জেনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে হোটেল শেরাটন পেন্টাগন সিটি হলরুমে শনিবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী দ্বি-বার্ষিক বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সম্মেলন।

সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে প্রবাসী বৌদ্ধরা অংশগ্রহণ করবেন।

ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট পীস অর্গানাইজেশন (আইবিপিও) এর উদ্যোগে বোস্টন থেকে শুরু হওয়া এই সৌভ্রাতৃত্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও এর প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্স্যালার ড. অমিত চাকমা।

 বিশেষ অতিথি থাকবেন ড. জিতেন্দ্র লাল বড়ুয়া।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. শ্যামল চৌধুরী। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আইবিপিও এর চেয়ারম্যান তপন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

অসীম বড়ুয়াকে আহবায়ক এবং রুপম বড়ুয়া ও জুয়েল বড়ুয়াকে যুগ্ম আহবায়ক করে ইতিমধ্যে ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ