ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশি জাকির হত্যার শাস্তি দাবিতে সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
নিউইয়র্কে বাংলাদেশি জাকির হত্যার শাস্তি দাবিতে সমাবেশ জাকির খানের হত্যাকারীর শাস্তি দাবিতে প্রতিবাদ সমাবেশের একাংশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও অ্যাক্টিভিস্ট জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার শুনানির দিন বৃহস্পতিবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় নিউইয়র্কের ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশটির আয়োজন করে ইউনাইটেড বাংলাদেশি-আমেরিকানস ফর লেইট জাকির খান। এতে দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন।

 

জাকির খানের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবির এ শোডাউনে ‘উই ডিমান্ড জাস্টিস’সহ বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউনাইটেড বাংলাদেশি-আমেরিকানস ফর লেইট জাকির খান’র আহ্বায়ক কামাল আহমদ, সদস্য সচিব জেড চৌধুরী জুয়েল, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র মোহাম্মদ এন মজুমদার, যুগ্ম-আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, আব্দুল হাসিম হাসনু, আনোয়ার হোসেন, যুগ্ম-সদস্য সচিব মোশাহিদ চৌধুরী, সমন্বয়কারী কাওছারুজ্জামান কয়েছ, দুরুদ মিয়া রনেল, সদস্য আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, মাহবুব আলম, রিয়াজ উদ্দীন কামরান, তোফায়েল চৌধুরী, ডা. নাহিদ খান, আব্দুর রব দলা, আনছার আহমদ চৌধুরী, লোকমান হোসেন লুকু, শাহ বদরুজ্জামান রুহেল, জুনেদ আহমদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন ও সামাদ মিয়া, শামীম আহমেদ, জাকের, আসন্ন সিটি কাউন্সিল নিবার্চনে কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৩ থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, জাকির খানের বড়ভাই নাদির খানসহ পরিবারের সদস্যরা।

ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন খ্যাতনামা রিয়েলেটর ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাকির খান (৪৪)। অভিযুক্ত বাড়ির মালিক মিশরীয় বংশোদ্ভূত তাহার মাহরানকে (৫১) পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। মাহরান এখন কারাগারে।  

বৃহস্পতিবার মামলার শুনানি শেষে আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আদালতে হাজির ছিলেন আসামি মাহরান এবং জাকির খানের পরিবার ও স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ