ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মুজিবনগর দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মুজিবনগর দিবস পালন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মুজিবনগর দিবস পালন

ঢাকা: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে কনস্যুলেট জেনারেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

কনসাল জেনারেল মো. শামীম আহসান তার স্বাগত বক্তৃতায় বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিব নগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

এতে আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ